ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমার ‘শর্ত’ প্রকাশ পাবে ভিডিও আকারে 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
সালমার ‘শর্ত’ প্রকাশ পাবে ভিডিও আকারে  ক্লোজআপ ওয়ান তারকা সালমা

সম্প্রতি ‘শর্ত’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। এনামুল কবির সুজনের কথায় গানটির সুর করেছেন মুরাদ নূর।

গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

‘শর্ত’ গানটির প্রসঙ্গে সালমা বলেন, ‘চমৎকার কথা সুরের সমন্বয়ে গানটি আমার ভীষণ মনে ধরেছে। সুজন ভাই ও মুরাদ ভাই দু’জনের সঙ্গেই আমার প্রথম কাজ। মুরাদ নূর ভাই গানটি শোনালে আত্মিক কারণেই গুরুত্বসহ গানটি করা। শিগগিরই মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে। ’

মুরাদ নূর বলেন, ‘সালমা আমাদের লোকজ ঐতিহ্য সঠিক ভাবে উপস্থাপন করছে। আমি তার শিল্পীসত্তার ভক্ত। আমার অন্যান্য সৃষ্টির মতো শর্ত গানটিও বেশ যত্ন নিয়ে করছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। ’

এনামুল কবির সুজন বলেন, ‘আমার কথায় সালমার এটাই প্রথম কাজ। সালমাও তার স্বভাবসুলভ গায়কী দিয়ে গানটি সম্পন্ন করেছে। মুরাদ নূরের সঙ্গে এটা প্রথম কাজ। সে অসাধারণ সুর করেছে। আশা নয় বিশ্বাস করি গানটি সবার ভালো লাগবে। ’

গত সেপ্টেম্বর মাসে দীর্ঘ ১৩ বছর পর আরেক ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর সঙ্গে ‘ও দুলাভাই’ শিরোনামের গানে কণ্ঠ দেন সালমা। গানটি ডিঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট নামের চ্যানেলে প্রকাশ হয়। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর ও সঙ্গীত পরিচালনায় রোহান রাজ।  

এর আগে নোলক ও সালমা সবশেষ ২০০৮ সালে একটি অ্যালবামে গান করেছিলেন। অ্যালবামটির নাম ছিল ‘মাটির তারা’।

সালমা গানের পাশাপাশি সংসার ও নিজের অনান্য কাজ নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে একটি পার্ক গড়ে তুলেছেন এই গায়িকা। ছয় একর জায়গায় জুড়ে গড়ে তোলা এই বিনোদন কেন্দ্রটির নাম রেখেছেন ‘ইউরোপিয়ান পার্ক’।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।