একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার, লেখক, নাট্যকার ও অভিনেতা আমজাদ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৪ ডিসেম্বর)।
এদিন এই গুণী নির্মাতাকে স্মরণ করে তার নিজ জন্মভূমি জামালপুরে এক শোক র্যালির আয়োজন করা হয়েছে।
আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র, জামালপুরের উদীচী, খেলাঘরসহ ৭০টি সংগঠন নিয়ে এই শোক র্যালিটি সকাল সাড়ে ১১টায় জামালপুর বকুলতলা মোড় থেকে শুরু হয়ে আমজাদ হোসেন শায়িত পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে।
এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জামালপুরের সর্বস্তরের মানুষ। দিনব্যাপী কোরানখানি ও বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে।
এছাড়াও এদিন আমজাদ হোসেনের সারা জীবনের কর্মস্থল এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আমজাদ হোসেন স্মরণ সভা, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর মাসে আমজাদ হোসেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর তার মরদেহ দেশে পৌঁছলে জামালপুরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেআইএম