ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

৩ মাস ধরে জেলে আরমান কোহলি, ফের জামিন খারিজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
৩ মাস ধরে জেলে আরমান কোহলি, ফের জামিন খারিজ আরমান কোহলি

চলতি বছরের আগস্টে মাদক মামলায় গ্রেফতার হন বলিউড অভিনেতা ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলি। তখন থেকে জেলে দিন কাটছে এই তারকার।

নিম্ন আদালতে বেশ কয়েকবার আবেদন করেও জামিন পাননি এই তারকা। এরপর মুম্বাই হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী। সোমবার (২০ ডিসেম্বর) শুনানি শেষে মুম্বাই হাইকোর্ট আবেদন খারিজ করে দেন।  

গত ২৮ আগস্ট মুম্বাইয়ের আন্ধেরির বাড়ি থেকে কোকেনসহ আরমান কোহলিকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ২৯ আগস্ট তাকে গ্রেফতার দেখানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এদিন অভিনেতার আইনজীবী বিনোদ ছটে আদালতে জানান যে, তার মক্কেল নির্দোষ এবং মিথ্যে অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে এনসিবি কোনোরকম সাক্ষ্যপ্রমাণ যথাযথভাবে পেশ করতে পারেনি। মিথ্যে অভিযোগের ভিত্তিতে তাকে সমস্যায় ফেলা হয়েছে। কোহলির সঙ্গে মাদক পাচারকারীদের আর্থিক লেনদেনও হয়নি।  

তবে এনসিবি অভিনেতার জামিনের বিরোধিতা করে।  

এর আগে ২০১৮ সালে আইন ভেঙে বাসায় ৪১ বোতল স্কচ হুইস্কি রাখার জন্য আরমানকে গ্রেফতার করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।