ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাহির মা হওয়ার গুঞ্জন, হাসপাতাল থেকে ফিরে বললেন ‘না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
মাহির মা হওয়ার গুঞ্জন, হাসপাতাল থেকে ফিরে বললেন ‘না’

মা হওয়ার গুঞ্জনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার মাহির একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ওই পোস্টে তিনি লেখেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো। ’

মাহির ওই পোস্ট পড়ে অনেকেই ধারণা করেন তিনি মা হতে যাচ্ছেন। এ নিয়ে কয়েকটি অনলাইনে সংবাদও প্রকাশ করা হয়। কিন্তু মাহি জানালেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সঠিক নয়।

মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘গুঞ্জনটি সত্য নয়। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। ভালো আছি।  

গত বছরের নভেম্বরে মাসে গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।