ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার একই সিনেমায় অক্ষয় ও ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
প্রথমবার একই সিনেমায় অক্ষয় ও ইমরান অক্ষয় ও ইমরান

বলিউডের তারকা অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ইমরান হাসমি। আর তাদের দুজনকে এক করছেন নির্মাতা করণ জোহর।

তারই প্রযোজনায় অক্ষয়-ইমরান অভিনয় করবেন ‘সেলফি’ নামের নতুন একটি সিনেমায়।

বুধবার (১২ জানুয়ারি) একটি টিজার প্রকাশ করে সিনেমা নাম ও অক্ষয়-ইমরান অভিনয় করার বিষয়টি ঘোষণা করা হয়। ৪৯ সেকেন্ডের টিজারে ইতোমধ্যে মুগ্ধ দর্শক। এটি পরিচালনা করছেন ‘গুড নিউজ’খ্যাত নির্মাতা রাজ মেহতা।

ইনস্টাগ্রামে নতুন সিনেমাটির টিজার শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, ‘সেলফি পেশ করছি। নতুন যাত্রায় আপনাদের প্রচুর হাসি, বিনোদন এবং আবেগে ভাসাবো। শিগগিরই শুটিং শুরু হবে’।

টিজার মুক্তির আগেই ইমরান হাসমির সঙ্গে তোলা একটি সেলফি তোলার ছবি পোস্ট করেন অক্ষয়। ছবিতে দেখা যায় দুজনই বাইকে বসে পাশাপাশি, সেলফি নিতে দেখা যাচ্ছে। ছবিটিতে ট্যাগ করা হয় করণ জোহরকেও।  

পোস্টের কমেন্টে করণ লেখেন, ‘একদম, আমার কোনো মিল নেই এখানে’।

‘সেলফি’তে আরও অভিনয় করবেন কারিনা কাপুর খান, দিলজিৎ দোসাঞ্জ এবং কিয়ারা আডবানি। ২০১৯ সালে মালায়লম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর রিমেক ‘সেলফি’।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।