ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

যে কোনো সময় গ্রেফতার হতে পারেন সুবাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
যে কোনো সময় গ্রেফতার হতে পারেন সুবাহ সুবাহ

ঢাকা: চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহকে খুঁজছে পুলিশ। যে কোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।

গত ১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় সুবাহ’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার স্বামী ও আলোচিত গায়ক ইলিয়াস হোসাইন।  

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বাংলানিউজকে বলেন, ‘মামলায় অভিযোগের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এখনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ’

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিকমাধ্যম ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন সুবাহ। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন তিনি। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।  

মামলার এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ‘ব্ল্যাকমেইল’ও করেছেন।

এর আগে গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ। এবার ইলিয়াস পাল্টা মামলা ঢুকলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
পিএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।