ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্রের কোনো সংগঠনের নির্বাচন চান না অনন্ত জলিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
চলচ্চিত্রের কোনো সংগঠনের নির্বাচন চান না অনন্ত জলিল

ঢাকা: চলচ্চিত্রের কোনো সংগঠনের নির্বাচন চান না চিত্রনায়ক, নির্মাতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চলমান অস্থিরতা প্রসঙ্গে এমনটি জানিয়েছেন তিনি।



বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজিত 'দিন: দ্য ডে' সিনেমার মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে এ তারকা এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অনন্ত জলিল বলেন, 'কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমি প্রথম থেকেই নির্বাচনের বিপক্ষে। নির্বাচন থাকার জন্য আজকে ইন্ডাস্ট্রি এমন দশা হয়েছে। নিপুণ কিংবা জায়েদ যেই নির্বাচন করুক, সেটা বিষয় নয়। তারা একে অপরকে দোষারোপ করছেন, সেটাও বিষয় নয়। এখানে মূল কারণটাই হচ্ছে নির্বাচন!'

চলচ্চিত্রের ১৮ সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের সম্মানিত শিল্পী, পরিচালক, প্রযোজক এবং যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন; এমন সদস্যদের নিয়ে একটা কমিটি থাকলে- চলচ্চিত্রের একটা ফাদার থাকতো! কিন্তু এখন ১৮ টা সংগঠনের একজন করে সভাপতি মানে ১৮টা ফাদার! ১৮টা ফাদারের যদি একটা মাত্র বাচ্চা থাকে তাহলে সে কীভাবে মানুষ হবে?' যতদিন চলচ্চিত্রের এমন নির্বাচন হতে থাকবে, ততদিন কোনো উন্নতি হবে না। '

অনন্ত জলিল আরও বলেন, তুরস্কে অবস্থানকালে করোনা পজিটিভ হওয়ায় তিনি শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসতে পারেননি।

সে সময় অনন্ত জলিলের সঙ্গে আরো উপস্থিত ছিলেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা।  অতিথি ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

অনুষ্ঠানে ‘দিন: দ্য ডে’ সিনেমার তিনটি ভিডিও গান ও ট্রেলার দেখানো হয়। গানগুলো ইরান ও তুরস্কে শুট করা। শুক্রবার (০৪ মার্চ) গায়ক ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসার গাওয়া সিনেমাটির একটি গান ইউটিউবে প্রকাশ পাবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।