ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হিরো আলমের নামে অর্থ আত্মসাতের অভিযোগে জিডি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
হিরো আলমের নামে অর্থ আত্মসাতের অভিযোগে জিডি হিরো আলম

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম সাঈদের (হিরো আলম) নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আকাশ নিবির।

শুক্রবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করেন আকাশ। জিডি নম্বার ২২৩। এস. আই এনামুল হকের বরাত দিয়ে অভিযোগটি করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ‘বিবাদী ‘আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম’ উনার পূর্ব পরিচিত হওয়ায় ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম। উল্টো টাকা ফেরত চাইতে গেলে আকাশ নিবিরকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দেন হিরো আলম।

জিডি প্রসঙ্গে হিরো আলম বলেন, এই জিডি মিথ্যে। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে থানায় অভিযোগ করেছে। ’

সর্বশেষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে একটি গান প্রকাশ করেন হিরো আলম। যার কথা লিখেছিলেন আকাশ নিবির। এর আগে ভালোবাসা দিবসে ‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটি করেছিলেন হিরো আলম। সেটিরও ভিডিও নির্মাণ করেছিলেন আকাশ নিবির।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।