ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকা ও হবু শাশুড়িকে নিয়ে মালদ্বীপে দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
প্রেমিকা ও হবু শাশুড়িকে নিয়ে মালদ্বীপে দেব রুক্মিণী ও দেব

বছর শুরুতেই একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন ওপার বাংলার অভিনেতা দেব ও তার প্রেমিকা-অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দু’জনই ভাইরাসটি মুক্ত হয়ে বেড়িয়ে পড়লেন ভিনদেশে।

 

সম্প্রতি মালদ্বীপে পাড়ি দিয়েছেন দেব ও রুক্মিণী। তবে এবার সঙ্গে আছেন রুক্মিণীর মাও। হবু শাশুড়ির ৬০তম জন্মদিন উদযাপন করতেই তাকে নিয়ে এই ভ্রমণ দেবের।

গত কয়েকদিন ধরেই একটি-দুটি করে ছবি পোস্ট করে চলেছেন এই প্রেমিক যুগল। তবে ছবি একসঙ্গে নয়, শেয়ার করছেন আলাদা আলাদা।  

এর আগে ২০২১ সালেও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিণী। সে সময়েও আলাদা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে রয়েছেন তারা। প্রথম দিকে নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’র নাম দিলেও এখন তাদের সম্পর্কের বিষয়টি একেবারেই স্পষ্ট।  

দেবের সঙ্গে জুটি বেঁধেই বড় পর্দায় অভিষেক ঘটে রুক্মিণীর। একসঙ্গে তারা অভিনয় করেন ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’সহ বেশকিছু সিনেমা। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা ‘কিশমিশ’-এও অভিনয় করেছেন তারা। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।