ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার অরুণার পাশে দাঁড়ালেন নাঈম-শাবনাজ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এবার অরুণার পাশে দাঁড়ালেন নাঈম-শাবনাজ অরুণা বিশ্বাস, কুমার বিশ্বজিৎ, নাঈম ও শাবনাজ

ঢাকাই সিনেমার পরিচালক মালিক আফসারী নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে এই নির্মাতার নামে রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় এবার অরুণা বিশ্বাসের পাশে দাঁড়ালেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম-শাবনাজ।  

সামাজিকমাধ্যম ফেসবুকে ‘নাঈম-শাবনাজ’ নামের তাদের যৌথ একটি পেজ রয়েছে। সেখানে একটি ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। যেখানে দেখা যায়, অরুণা বিশ্বাস ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ মিলে নাঈম-শাবনাজের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন।  

এর ক্যাপশনে তারা লেখেন, ‘একজন শিল্পী’কে ব্যক্তিগতভাবে আক্রমণ করা মানেই হলো পুরো শিল্পী পরিবারকে আক্রমণ করা। আমাদের সবার প্রিয় শিল্পী অরুণা বিশ্বাস দিদিকে একজন পরিচালকের ব্যক্তিগত আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই। ’

‘চাঁদনী’খ্যাত এই জুটি আরও লেখেন, ‘শিল্পী এবং পরিচালক একই পরিবারের। একজনকে ছোট করে, অসম্মান করে কেউই আলাদাভাবে বড় হতে পারেন না। তাই আসুন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামীর পথে আমরা এগিয়ে চলি...। ’  

এর আগে অরুণা বিশ্বাস জিডিতে উল্লেখ করেন, ‘এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালিক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালিক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। ’

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ‘এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালিক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না। তাই অরুণা বিশ্বাস মনে করছেন, এই ভিডিও করার পেছনে মালিক আফসারীর কোনো দুরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে। ’

‘মাস্টার মেকার’খ্যাত নির্মাতা মালিক আফসারীর নামে অরুণার জিডির প্রসঙ্গটি কয়েকদিন ধরেই চলচ্চিত্র পাড়ায় আলোচনায় রয়েছে। তবে বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি ‘এই ঘর এই সংসার’ সিনেমার নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।