ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শুরুর আগেই বন্ধ হয়ে গেল সালমান খানের সিনেমার কাজ!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
শুরুর আগেই বন্ধ হয়ে গেল সালমান খানের সিনেমার কাজ! সালমান খান

গোয়েন্দার ভূমিকায় সফল বলিউড সুপারস্টার সালমান খান। ‘টাইগার’ হয়ে সেই কথার প্রমাণ দিয়েছেন এই অভিনেতা।

আবারও একই চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, তবে এবার ‘ব্ল্যাক টাইগার’ হিসেবে। কিন্তু সেই হিসাব পাল্টে গেছে।  

শুরুর আগেই বন্ধ হয়ে গেল ‘দ্য ব্ল্যাক টাইগার’ সিনেমার কাজ। সিনেমাটি নির্মাণ করার কথা ছিল রাজ কুমার গুপ্তের। সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ কেন সিনেমাটি নির্মাণ হচ্ছে না সেই প্রশ্ন এখন ভাইজানের ভক্তদের।  

জানা গেছে, ‘র’ গোয়েন্দা রবীন্দ্র কৌশিককে নিয়ে ‘দ্য ব্ল্যাক টাইগার’ সিনেমাটি নির্মাণের কথা ছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোয়েন্দা রবীন্দ্রকে তার সাহসিকতার জন্য এই উপাধি দিয়েছিলেন।  

এমন এক ব্যক্তির জীবনের গল্পকে সিনে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল সালমানের কাঁধে। এ বিষয়ে রবীন্দ্রের পরিবারেরও কোনও আপত্তি ছিল না। তবুও বন্ধ হলো সিনেমাটির কাজ।

এর কারণ হিসেবে জানা যায়, ‘দ্য ব্ল্যাক টাইগার’ তৈরির জন্য কেনা স্বত্বের মেয়াদ ছিল পাঁচ বছর। দীর্ঘ দিন ধরে নানা পরিকল্পনা চলতে চলতে সেই স্বত্বের মেয়াদ শেষ হয়ে যায়। এ কারণেই আপাতত সিনেমাটি নির্মাণ করতে পারবেন না রাজ কুমার।  

বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছে ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে। যেখানে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। একদিকে ‘টাইগার থ্রি’র ব্যস্ততা অন্যদিকে স্বত্বের ঝামেলা, সব মিলিয়ে পরিচালক-অভিনেতার যৌথ সিদ্ধান্তে ‘দ্য ব্ল্যাক টাইগার’ কাজ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।