ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অনুমতি বাতিল হলেও সানি লিওন ঢাকায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
অনুমতি বাতিল হলেও সানি লিওন ঢাকায়!

ঢাকায় এসেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন।  

শনিবার (১২ মার্চ) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপস।

এদিকে এদিন বিকেল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকার বিমানবন্দরে তোলা একটি ছবি শেয়ার করেছেন সানি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই সুন্দর দেশে এসে আমি খুব খুশি। ’

ছবিটিতে দেখা যায়, সানি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।  

এছাড়া গানবাংলা টিভির তাপসের সঙ্গে স্বামীসহ সেলফি তুলে তা নিজের ফেসবুকে আপ করেছেন সানি।  

জানা যায়, সংগীতশিল্পী তাপসের পারিবারিক এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নাকি স্বামীসহ ঢাকায় এসেছেন সানি।

উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি এবং ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।