ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের সিনেমা

আবারো পর্দা কাঁপাতে চলে এলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রভাস। শুক্রবার (১১ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই অভিনেতার সিনেমা ‘রাধে শ্যাম’।

 

মুক্তির প্রথম দিনেও সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। একদিনেই মোট আয় করে নিয়েছে ৭৯ কোটি রুপি!

প্রভাস-পূজা হেগড়ে অভিনীত ও রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’ নির্মাণে প্রায় ৩৫০ কোটি রুপি লগ্নি করেছেন প্রযোজক।

‘বাহুবলী’ সিনেমার পর থেকে অভিনেতা প্রভাসের জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই ‘রাধে শ্যাম’কে ঘিরে নির্মাতাদের প্রত্যাশা অনেক। সিনেমাটির নির্মাতাদের পাশাপাশি প্রভাসের অনুরাগীরাও এই সিনেমার দুর্দান্ত ব্যবসার দিকে নজর রাখছিলেন। আরো আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে ‘রাধে শ্যাম’র মুক্তি স্থগিত হয়েছিল।  

অবশেষে শুক্রবার হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে ‘রাধে শ্যাম’।  

মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাটি নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে প্রথমদিনই সিনেমাটি পাইরেসির হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  

‘রাধে শ্যাম’ সিনেমায় একজন হস্তরেখাবিদের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তার বিপরীতেই রয়েছেন পূজা। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন এই নায়িকা। আরও অভিনয় করেছেন মুরলী শর্মা, কুণাল রায় কাপুরসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।