ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রভাসের সিনেমার নেতিবাচক মন্তব্য, দুঃখে ভক্তের আত্মহত্যা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
প্রভাসের সিনেমার নেতিবাচক মন্তব্য, দুঃখে ভক্তের আত্মহত্যা! অভিনেতা প্রভাস

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ভারতের বাইরেও বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে এই তারকার।

এবার প্রভাসের সিনেমার নেতিবাচক মন্তব্য মেনে নিতে না পেরে আত্মহত্যার করেছে তার এক ভক্ত।  

সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত সিনেমা ‘রাধে শ্যাম’। সিনেমাটি মুক্তির পর চারদিকে হইচই পড়ে যায়। মুক্তির তিনদিনের মধ্যেই প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসা করে এই সিনেমা।  

এরপরেও বলিউডের বেশ কয়েকজন সমালোচক প্রভাসের এই সিনেমাকে খারাপ সিনেমার তকমা দেন। যা মেনে নিতে পারেননি ২৪ বছর বয়সী রবি তেজা নামের প্রভাসের এক ভক্ত। দুঃখে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন তিনি। রবি ছিলেন অন্ধ্রপ্রদেশের কুরনুলের তিলক নগরের বাসিন্দা।

আত্মহত্যা করার আগে মায়ের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমা নিয়ে কথা বলছিলেন রবি। তবে তার মৃত্যুর পেছনে সত্যিই কি রয়েছে ‘রাধে শ্যাম’! সে বিষয়টিও তদন্ত করছে পুলিশ।

ইউরোপের প্রেক্ষাপটে ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে তৈরি ‘রাধে শ্যাম’। যেখানে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটি নির্মাণে প্রায় ৩৫০ কোটি রুপি খরচ হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।