ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বাপ্পা মজুমদারের চ্যানেলে ‘পেন্টাগন’ ব্যান্ডের সুমনের গান 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
বাপ্পা মজুমদারের চ্যানেলে ‘পেন্টাগন’ ব্যান্ডের সুমনের গান  বাপ্পা মুজমদার-মোহাম্মদ আলী সুমন

দেশের নন্দিত গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তার ‘বাপ্পা মজুমদার’ নামে নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে।

এই চ্যানেলটিতে এক লাখ ৩০ হাজারের বেশি সংখ্যক সাবস্ক্রাইবার।  

চ্যানেলটিতে নিজের গানের পাশাপাশি অন্যদের গানও প্রকাশ করেন বাপ্পা মুজমদার। এবার তার চ্যানেল থেকে প্রকাশ হলো ‘পেন্টাগন’ ব্যান্ডের ভোকালিস্ট এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সুমনের গাওয়া নতুন গান।

গানের শিরোনাম ‘এ কোন দ্বিধায়’। গানের কথা লিখেছেন মারুফ হাসান, মিউজিক আয়োজনের দায়িত্বটি পালন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। এ গানের মিক্সিং ও মাস্টারিং করেন আমজাদ হোসেন বাপ্পি।  

গানটি প্রকাশের অনুভূতি জানিয়ে আলী সুমন বলেন, ‘আমার ওপর আস্থা রেখেছেন বাপ্পা। আমি প্রথমে একটু অভিভূত হলেও, পরে তার আস্থার ওপর শ্রদ্ধা রেখে আমার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি। আমার দৃঢ় বিশ্বাস শ্রোতারা গানটা বরণ করে নেবে। ’

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘আলী সুমন আসলেই চমৎকার একটি কাজ করে ফেলেছেন। আমি অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাবো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে গিয়ে এই গানটি শোনার জন্য। ’  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।