ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ইমরানের হাত ধরে গানচিত্রে সাবিলা নূর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
ইমরানের হাত ধরে গানচিত্রে সাবিলা নূর ইমরান ও সাবিলা

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করছেন সাবিলা নূর। অসংখ্য নাটক ও টেলিফিল্মে কাজ করলেও এখন পর্যন্ত কোনো গানচিত্রে দেখা যায়নি তাকে।

এবারই প্রথম একটি গানে মডেল হলেন সাবিলা। গানচিত্রে তার অভিষেক হচ্ছে  সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের হাত ধরে। ‘তুমি আমি’ শিরোনামের গানটির ভিডিওর শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে।  

কবির বকুলের লেখায় গাটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা। পর্দায় সাবিলার সঙ্গে এই গায়ক নিজেও রয়েছেন।

গানটির গল্প নির্ভর রোম্যান্টিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে সিএমভি’র ব্যানারে।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। এতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতাদের কাছে আমাদের রসায়ন ভালো লাগবে।

সাবিলা নূর বলেন, অসংখ্য প্রস্তাব এলেও আগে কখনও মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগলো। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি।  

গানটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ উপলক্ষে রোজার শুরুতেই গানচিত্রটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।