ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বানরের কামড়ে আহত চিত্রনায়িকা তমা মির্জা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
বানরের কামড়ে আহত চিত্রনায়িকা তমা মির্জা তমা মির্জা

চিত্রনায়িকা তমা মির্জা বানরের আক্রমণের শিকার হয়েছেন। তাকে একটি বাচ্চা বানর কামড় দিয়ে জখম করেছে।

যার জন্য হাসপাতালেও যেতে হয়েছে এই অভিনেত্রীকে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে ঈদের বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’-এর শুটিং করতে গিয়ে এমন দুর্ঘটনার কবলে পড়েন তমা।  

এই তারকা ঘটনার বর্ণনা দিয়ে জানান, নাটকটির শুটিংয়ের প্রয়োজনে একটি বানর আনা হয়েছিল। বানরের খেলা দেখানোর শুটিং চলাকালে হঠাতই নায়িকাকে কামড়ে বসে বানরটি। অনেকক্ষণ ধরে কামড়ে ধরে ছিল বানরটি, তাকে ছাড়ানোই যাচ্ছিল না! পরে বানরটিকে তার মালিক আঘাত করলে সে কামড় ছেড়ে দেয়। বয়স কম ও ভালোভাবে ট্রেনিং না করানোয় বানরটি এমন করেছে বলে জানান তিনি।

দুর্ঘটনাটির পর তমা মির্জাকে পাশের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কিছু নেই, কারণ বানরের কামড়ে বড় ধরনের কোনো সমস্যা হয় না। তবে জখম হওয়ায় নায়িকার হাতে ব্যান্ডেজ দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনার পরও পরিচালকের ক্ষতির চিন্তা করে শুটিং বন্ধ না করেই আবার কাজ শুরু করে দেন তমা মির্জা।  

‘নিখোঁজ সংবাদ’-এ তমার বিপরীতে রয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচার হওয়ার কথার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।