উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন গান গেয়েছেন বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজনের কথায়। সম্প্রতি ‘যাচ্ছে জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার এই গায়ক।
বুধবার (১৬ মার্চ) কবীর সুমনের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ পেতে যাচ্ছে রূপকথা মিউজিকের ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজে। একইসঙ্গে গানটি স্ট্রিমিং হবে অ্যামাজান, স্পটিফাই, অ্যাপেল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে।
ইয়ামিন ইলানের নির্দেশনায় গানটির ভিডিওতে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলুসহ বেশ কয়েকজন শিল্পী।
‘যাচ্ছে জীবন’ প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন, এই গান সুজন ও আমার একটি মাইলস্টোন গান হিসেবে বেঁচে থাকবে।
গীতিকবি সুজন বলেন, এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতে এই ধরনের আরো ভালো ভালো লিখতে চাই।
কবীর সুমন ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন কবীর সুমন।
তিনি একজন বিশিষ্ট আধুনিক ও রবীন্দ্রসংগীত। সুমন মূলত ভক্তদের কাছে পৌঁছতে পেরেছেন তার জীবনমুখী গানের জন্যই। কোনো ইন্সট্রুমেন্টের বাড়াবাড়ি বা প্রযুক্তির কারসাজি ছাড়াই গান অসংখ্য শ্রোতার মন জয় করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
জেআইএম