ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চিরঞ্জীবীর হাত ধরে দক্ষিণ ভারতীয় সিনেমায় সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
চিরঞ্জীবীর হাত ধরে দক্ষিণ ভারতীয় সিনেমায় সালমান খান সালমান ও চিরঞ্জীবী

বলিউড সুপারস্টার সালমান খানের এবার অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমায়।

মেগাস্টার চিরঞ্জীবীর হাত ধরে ‘গডফাদার’র মাধ্যমে তেলুগু সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন ‘ভাইজান’।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আগামী সপ্তাহেই চিরঞ্জীবীর সঙ্গে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন সালমান। মুম্বাইতে নিজের পানভেলের ফার্ম হাউজে সিনেমাটির শুটিং করবেন তিনি।

এদিকে ‘গডফাদার’র সিনেমার সেটে হাজির হয়েছেন ‘সাল্লু’। তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চিরঞ্জীবী।  

সালমানের সঙ্গে তোলা সে সময়কার একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন চিরঞ্জীবী। ছবিতে দেখা যাচ্ছে দুই তারকা পাশাপাশি হাসিমুখে দাঁড়িয়ে।

টুইটারে ছবির ক্যাপশনে চিরঞ্জীবী লেখেন, ‘গডফাদার’র সেটে তোমাকে স্বাগতম ভাই। স্রেফ তোমার উপস্থিতিতেই আমাদের সবার উৎসাহ বেড়ে গেছে। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব ভেবে দারুণ আনন্দ হচ্ছে।  

‘গডফাদার’ হতে যাচ্ছে মালয়ালম সিনেমা ‘লুসিফার’র তেলুগু রিমেক। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সালমান।

এদিকে সর্বশেষ ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং সম্পন্না করেছেন সালমান। এতে ফের ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ঈদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।