ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

টেলিপ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
টেলিপ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।

শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। এক ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৭টায় ভোট গণনা শুরু হয়।  

এবারের টেলিপ্যাবের নির্বাচনে ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন।  

এবার কোনো প্যানেলভিত্তিক নির্বাচন না হলেও দুটি সমমনা প্যানেল ঠিকই তৈরি হয়েছে। একটির রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুল প্যানেল, অন্যটি মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির প্যানেল। দুটি প্যানেলেই ২৭ জন করে প্রার্থী নির্বাচন করছেন। এর মধ্যে কার্যকরী নির্বাহী সদস্য পদে ১০ জন, ১৭টি সম্পাদকীয় পদ।  

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল বায়েজিদ। তার সঙ্গে আরও রয়েছেন বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। এছাড়া আপিল বিভাগের প্রধান করা হয়েছে ম. হামিদকে। সদস্য হিসেবে রয়েছেন কেরামত মওলা এবং তারেখ মিন্টু।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।