ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কণ্ঠশিল্পী ঐশীর বাবা আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
কণ্ঠশিল্পী ঐশীর বাবা আর নেই

ঢাকা: কণ্ঠশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

শনিবার (২০ মার্চ) দিনগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাব্বির জামান।  

সাব্বির জানান, আব্দুল মান্নান মিলন নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিকসূত্রে জানা যায়, গত দেড় মাসে দুইবার হার্ট অ্যাটাক করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এ অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এনএটি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।