ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

২৭ বছর মিষ্টি খাননি জন আব্রাহাম! 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
২৭ বছর মিষ্টি খাননি জন আব্রাহাম!  জন আব্রাহাম

বলিউড অভিনেতা জন আব্রাহাম সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেঠির নতুন রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন।  ‘শেপ অফ ইউ’ নামের এই শোয়ে এসে নিজের ফিটনেসের রহস্য ফাঁস করেছেন জন।

এই অভিনেতার মতে, ধূমপান করার থেকে মিষ্টি খাওয়া অনেক বেশি ক্ষতিকারক। পাশাপাশি এই অভিনেতা জানান, গেল ১৭-১৮ বছরে মাত্র ৩ দিন ছুটি কাটিয়েছেন তিনি!

শিল্পা শেঠির এই শোয়ে ‘ট্রু অর ফলস’ নামের একটি প্রশ্নত্তোর পর্ব রয়েছে। সেখানে জন জানান, তার প্রিয় মিষ্টি কাজু কাটলি। এরপর শিল্পা বলেন, শোনা যায়- জন নাকি ২৫ বছর ধরে এই মিষ্টি খাননি। তা এটা কি সত্যি? জবাবে জন বলেন, না, এই কথা মিথ্যা। ২৫ নয়, ২৭ বছর ধরে কাজু কাটলিতে আমি কামড় দিইনি।  

এরপরেই দর্শকদের উদ্দেশ্যে জন বলেন, কোনও রকম ঠাণ্ডা পানীয়ও খাই না আমি। পারলে আপনারা এটি করুন।

সবশেষ ‘সত্যমেব জয়তে টু’ সিনেমায় দেখা গেছে জনকে। এই অভিনেতা আরেক সিনেমা ‘অ্যাটাক’ আসছে ১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংহের মতো তারকাদের।  

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও দেখা যাবে জনকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ‘এক ভিলেন রিটার্ন’ ও ‘তেহরান’।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।