ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টেলিপ্যাব নির্বাচন: সভাপতি মনোয়ার, স. সম্পাদক সাজু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
টেলিপ্যাব নির্বাচন: সভাপতি মনোয়ার, স. সম্পাদক সাজু সাজু মুনতাসির ও মনোয়ার পাঠান

অবশেষে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।   

সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাজু মুনতাসির।

তাদের কাছে হেরেছেন সভাপতি পদে রোকেয়া প্রাচী ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন দোদুল।

শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯ ঘণ্টা পর রোববার (২০ মার্চ) রাতে বিজয়ীদের নাম জানানো হয়।  

নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়ে ৮৭ ভোট পাওয়া রোকেয়া প্রাচীকে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির পেয়েছেন ১১৪ ভোট। সাজ্জাদ হোসেন দোদুল হেরে গেছেন ৯৭ ভোট পেয়ে।

বিজয়ী অন্যান্যরা হলেন সহসভাপতি পদে কাজী নয়ন (১৪৫), মিতু (১১৯), কাজী সাইফুল (১১৪)। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা পেয়েছেন ১৩৬ ভোট। ১২১ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শহীদ আলমগীর।

এবারের নির্বাচনে সম্পাদকীয়তে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন। তিনি পেয়েছেন ১৫১ ভোট। আরও জিতেছেন ফকরুদ্দিন ছোটন - সাংগঠনিক সম্পাদক (১১৭), কে সি পাল - অর্থ সম্পাদক (১০৯), নাহিদ নিয়াজী রিপন - দপ্তর সম্পাদক (১২৬), এম এস কে সানজিদ খান প্রিন্স - প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ( ১১১), অলোরা আফরিন - আইন বিষয়ক সম্পাদক (১১৪), জাকির খান - ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক (১২৫), এস এম মাসুদ করিম (সুজন) - আর্কাইভ বিষয়ক সম্পাদক (১২৬), এম রেজাউল করিম সজল- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (১১৬), মো. সায়েম মিয়া - সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (১৩১)।

এবারের টেলিপ্যাবের নির্বাচনে ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল বায়েজিদ। তার সঙ্গে আরও রয়েছেন বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। এছাড়া আপিল বিভাগের প্রধান করা হয়েছে ম. হামিদকে। সদস্য হিসেবে রয়েছেন কেরামত মওলা এবং তারেখ মিন্টু।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।