ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান মাতাবেন তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান মাতাবেন তারকারা ইমন ও দীঘি

এবারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান। আগামী বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

 

এই আয়োজনে রাখা হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশ নিতে দেখা যাবে চলচ্চিত্রের প্রবীণ-নবীন তারকারা।  

নাচে-গানে এই আয়োজন মাতাবেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস। তাদের সঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন।  

এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে একসঙ্গে পারফার্ম করবেন ইমন, দীঘি ও পূজা।  

এ প্রসঙ্গে চিত্রনায়ক মামনুন হাসান ইমন জানান, তিনি ও দীঘি ‘রঙিলা রঙিলা’ ও ‘সুজন সখী’ গানের সঙ্গে নাচবেন।  

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ট মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানের কাজ করে মানসিক শান্তি পাই। এছাড়া উপস্থাপনা আমি সবসময় উপভোগ করি।

জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পীরা চূড়ান্ত অনুশীলনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।