ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘দ্য কাশ্মীর ফাইলস’ মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে: তসলিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
‘দ্য কাশ্মীর ফাইলস’ মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে: তসলিমা

পুরো ভারত জুড়ে যেমনই সাড়া ফেলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ তেমনি সমালোচনারও জন্ম দিয়েছে। সিনেমাটি মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে বলে মন্তব্য করেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন।

সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে নিজের মতামত জানাতে গিয়েই তসলিমা নাসরিন এ শঙ্কা প্রকাশ করেন।

‘দ্য কাশ্মীর ফাইল’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তসলিমা লেখেন, ‘বিবেক অগ্নিহোত্রী লোকটিকে আমি বিভিন্ন কারণে পছন্দ করি না। আমি তার কোনও সিনেমা দেখিনি। দেখার ইচ্ছেও কোনদিন হয়নি। আমার ভাইপোকে অভিনব একটি সিনেপ্লেক্স দেখাতে নিয়েই ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখা হয়েছে আমার। সিনেমাটির এক পর্যায়ে এসে আমার ভয় হলো, হলে যদি কোনও মুসলমান দর্শক থাকে, তাহলে হয়তো হলের ভেতরেই তাকে পিটিয়ে মেরে ফেলবে হিন্দুরা! এই ছবি হিন্দুদের উত্তেজিত করবে, ক্রোধান্বিত করবে, প্রচণ্ড মুসলিম-বিদ্বেষ তৈরি করবে। ’

তিনি আরো বলেন, কাশ্মীরের হিন্দুদের ওপর কাশ্মীরি মুসলমানদের ভয়াবহ অত্যাচারের গ্রাফিক চিত্র দেখানো হয়েছে সিনেমাটিতে। একবার নয়, বার বার, বার বার। ইহুদিদের বিরুদ্ধে নাৎসি বাহিনীর নৃশংসতার কথা সকলেই জানে। কিন্তু কাশ্মীরি পণ্ডিত বা কাশ্মীরি হিন্দুদের বিরুদ্ধে কাশ্মীরি মুসলমানদের অত্যাচারের কাহিনী দুনিয়ার বেশি লোক জানে না। সিনেমাটি দেখতে দেখতে দর্শকদের আর্তস্বর শুনেছি। যদি যা দেখানো হয়েছে, তা সত্যি হয়, কোনো অর্ধ-সত্য না থাকে গল্পে,  যদি অতিরঞ্জিত না হয় বর্ণনা, তাহলে বলবো কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যন্ত অন্যায় হয়েছে, কাশ্মীরে বাস করার অধিকার তাদের অচিরে ফেরত পাওয়া উচিত। ’


একইসঙ্গে তসলিমা আরো লেখেন, ‘আগেই বলেছি,  হিন্দু দর্শকদের মধ্যে মুসলিম বিদ্বেষ বাড়াবে। মুসলিমরা তাদের হিন্দু-বিদ্বেষ নিয়ে যত দূর যেতে পারে, হিন্দুরা তাদের মুসলিম- বিদ্বেষ নিয়ে তত দূর কি যেতে পারে? ভায়োলেন্স কে কার চেয়ে বেশি পারে, তার একটা প্রতিযোগিতা হোক চাই না। হিন্দুরা ক'টা মুসলমান মেরেছিল, মুসলমানরা  ক'টা হিন্দু মেরেছিল তার হিসেব আমার কাছে নেই। সব কিছুর পরও  গোপনে বিশ্বাস জন্ম নেয় যে হিন্দুরা মুসলিম নিধন করবে না। মুসলিমদের মধ্যে অনেকে  নানা  রাজনৈতিক কারণে জেহাদি হয়ে উঠেছে, কিন্তু হিন্দুরা  সন্ত্রাসী  হওয়ার সুযোগ তেমন পায়নি। কোনো এককালে কিছু মুসলিম অন্যায় করেছিল, তার মানে এই নয় যে সকল মুসলিম অপরাধী। অপরাধী এবং নিরপরাধের মধ্যে হিন্দুরা পার্থক্য করবে। নিরপরাধ কারোর গায়ে হাত তুলবে না তারা, এ আমার বিশ্বাস। ’

শুক্রবার (১১ মার্চ) বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং হত্যাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে অনুপম খের পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। ভাষা সুম্বলি তার পুত্রবধূ শারদা পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন, যার পুত্র- শিব এবং কৃষ্ণ, দুর্ঘটনার পরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। চিন্ময় ফারুক মালিক বিট্টা একজন সন্ত্রাসী এবং দেশত্যাগের পিছনে আসল পাণ্ডার চরিত্রে দেখা গিয়েছে।

এতে আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, চিন্ময় মণ্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।