ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীকে ছেড়ে সুমনের সঙ্গে কি চলে যাবেন মীরা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
স্বামীকে ছেড়ে সুমনের সঙ্গে কি চলে যাবেন মীরা? ইমন, নূর ও মাসুক

দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘বোকা কোথাকার’। সুস্ময় সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

 

টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুন ইমন, সমাপ্তি মাসুক, ললনা নূর, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস, পনির শিকদার প্রমুখ।  

এর গল্পে দেখা যাবে, জাবেদ আর মীরার টানাটানির সংসার। অফিস থেকে ঠিকমতো বেতন না পাওয়ার পরও অন্য কোনো চাকরির খোঁজ করছেন না জাবেদ। এই নিয়ে অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করেন মীরা! 

হঠাৎ একদিন রাস্তায় কলেজ জীবনের বন্ধু সুমনের সঙ্গে দেখা হয় জাবেদের। সুমন অনেক বছর দেশের বাইরে ছিলেন, আজও বিয়ে করেনি। জাবেদ খুশি হয়ে তাকে বাসায় নিয়ে যান। জাবেদ, সুমন আর মীরা একসঙ্গে পড়েছেন, কাজেই পুরানো বন্ধুকে দেখে খুশি হয়ে ওঠে মীরাও। কিন্তু এর কদিন পর থেকেই শুরু হয় টানাপোড়েন। সুমন মীরাকে জানায় যে সে আজও মীরাকে ভালোবাসেন! এতে মীরা দ্বিধাদ্বন্দ্বে পরে যান। তাহলে মীরা কি স্বামীর অভাবের সংসার ছেড়ে সুখের সন্ধানে সুমনের সঙ্গে বিদেশে পাড়ি জমাবেন? এমন গল্প নিয়েই এগিয়ে যাবে টেলিফিল্মটি ‘বোকা কোথাকার’।

এতে জাবেদ চরিত্রে মামুনুন ইমন, সুমনের ভূমিকায় সমাপ্তি মাসুক ও মীরা হয়েছেন ললনা নূর।

বুধবার (২৩ মার্চ) চ্যানেল আইতে দুপুর ৩টা ৫ মিনিটে টেলিফিল্ম  ‘বোকা কোথাকার’ প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।