ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আবারো বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
আবারো বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা! ভিকি-ক্যাটরিনা

সবাইকে চমকে দিয়ে গত ৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। রাজস্থানের রাজকীয় আয়োজনে চার হাত এক হয় তাদের।

এই খবর কারোরই অজানা নয়।

কিন্তু হুট করে আরেকটি খবর ভিকি-ক্যাটের ভক্তদের চমকে দিয়েছে। তাদের নাকি সেসময় আইনত বিয়ে হয়নি! 

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা দাবি করছে, দাম্পত্য জীবনের তিন মাস পার হওয়ার পর ক্যাটরিনা এবং ভিকি গত সপ্তাহেই আইনগতভাবে বিয়ে করেছেন!

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৯ মার্চ আদালতে গিয়ে আইনি বিয়ে করেছেন ক্যাটরিনা এবং ভিকি। রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন, কিন্তু দম্পতি তাদের বিয়ের নিবন্ধন করেননি আগে। আইনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবার নিয়ে দিনটি তারা উদযাপনও করেছেন।  

তবে এই নিয়ে ক্যাটরিনা ও ভিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।