ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সুইমিংপুলে মা ঐশ্বরিয়ার কোলে ফুরফুরে মেজাজে আরাধ্যা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
সুইমিংপুলে মা ঐশ্বরিয়ার কোলে ফুরফুরে মেজাজে আরাধ্যা ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যা

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মেয়ে আরাধ্যাকে নিয়ে সুইমিংপুলে বেশ খানিকটা সময় কাটিয়েছেন। সামাজিকমাধ্যমে সেই ছবি এখন ভাইরাল।

ছবিতে দেখা যায়, পানির মধ্যে মেয়ে আরাধ্যাকে আগলে রেখেছেন ঐশ্বরিয়া। ছোট্ট আরাধ্যাও মায়ের কোলে বেশ হাসিখুশি মেজাজে সময়টা উপভোগ করছেন।  

সুইমিংপুলের পানিতে তাদের মা-মেয়ের ছবি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ইনস্টাগ্রামে ছবিটি ছড়িয়ে পড়লেও এটি সম্প্রতি বেড়াতে যাওয়ার সময়ের কি না, সেটি জানা যায়নি।

কিছুদিন আগেই আগেই মেয়ে আরাধ্যাকে নিয়ে ছুটি কাটানোর উদ্দেশে মুম্বই ছেড়েছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। তবে ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন তারা, সে বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন।

ঐশ্বরিয়াকে সবশেষ ২০১৮ সালে ‘ফ্যানি খান’ সিনেমায় দেখা গিয়েছিল। বর্তমানে মনি রত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ সিনেমায় কাজ করছেন তিনি। এই সিনেমাটির মাধ্যমে ফের পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী।  

জানা যায়, ‘পন্নিইন সেলভান’ কালকি কৃষ্ণমূর্তির ইতিহাস ভিত্তিক তামিল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এই সিনেমায় তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে। এতে আরও অভিনয় করছেন বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রামসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।