ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

যে কোনো অনুষ্ঠানে জুনিয়র শিল্পীদের নিয়ে মাতামাতি হয়: নূতন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
যে কোনো অনুষ্ঠানে জুনিয়র শিল্পীদের নিয়ে মাতামাতি হয়: নূতন অভিনেত্রী নূতন

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ার তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তবে বর্তমানে আর অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে এই তারকা অভিনেত্রীকে।  

আশির দশকে মুক্তি পাওয়া সুপারহিট ‘আঁখি মিলন’ সিনেমার জনপ্রিয় গান ‘তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না’ গানে নাচেন নূতন। এরপরেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।  

নতূন বলেন, ‘এখন যে কোনো অনুষ্ঠানে শুধু জুনিয়র শিল্পীদের নিয়েই মাতামাতি হয়। তাদের পারফর্ম করানো হয়। আমি বলছি না তারা করবে না, তারাও করবে আর আমাদের মতো সিনিয়রদের দিয়েও করাতে হবে। আমরা তো অবমূল্যায়ন করার মতো শিল্পী না। ’

তিনি বলেন, ‘একজন সিনিয়র শিল্পী সব দিক থেকেই সিনিয়র। হুট করে এসে সে সিনিয়র হয়ে যায় না। তাদের অনেক অবদান থাকে ইন্ডাষ্ট্রিতে। সিনিয়রদের অবহেলা করে মাত্র জন্ম হয়েছে সেই শিল্পীদের অত্যধিক গুরুত্ব দেন সেটা তো অন্যায়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না। আজ যাদের পেছনে আপনারা ঘুরছেন তারা যখন সিনিয়র হবেন দেখবেন তাদেরও কেউ পাত্তা দেবে না। এই চর্চাটা খারাপ। ’

‘ওরা ১১ জন’ সিনেমার এই অভিনেত্রী আরও বলেন, ‘বয়স হয়েছে, কখন যে চলে যায় ঠিক নেই। যতদিন বেঁচে থাকি আমদের সিনিয়দের যে গুণগুলো আছে সেগুলো প্রকাশ করার সুযোগ যেনো থাকে। ’ 

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।