ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!

বন্ধ হতে যাচ্ছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’। তবে স্থায়ীভাবে নয়, অস্থায়ীভাবে কয়েকদিন বন্ধ থাকবে এই শোয়ের শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশেষ এক শোয়ের জন্য কপিল শর্মা এক মাস যুক্তরাষ্ট্রে থাকবেন। এ কারণেই অস্থায়ীভাবে শুটিং বন্ধ থাকবে ‘দ্য কপিল শর্মা শো’-এর।  

জানা গেছে, কপিল শর্মা শোয়ের নতুন সিজন আসার কথা রয়েছে। শোয়ে নাকি বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই কারণেও নাকি অস্থায়ীভাবে শো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েকদিন আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রচার নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন কপিল শর্মা। সিনেমাটির টিমকে প্রচারের জন্য ‘দ্য কপিল শর্মা শো’য়ে আসতে না দেওয়ার অভিযোগ ওঠে কপিলের নামে। এমনকী, টুইটারে ‘বয়কট কপিল শর্মা শো’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।