ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ হলো দেশের ৫০ ব্যান্ডের এক গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
প্রকাশ হলো দেশের ৫০ ব্যান্ডের এক গান

এবার দেশের ৫০টি ব্যান্ড দলের সদস্যরা মিলে তৈরি করলো ‘প্রিয় বাংলাদেশ’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান। এই গানটির ভিডিএতে অংশ নিয়েছেন দুই শতাধিক ব্যান্ড সদস্য।

তাদেরকে নিয়ে ভিডিওটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে।  

শাহান কবন্ধের কথায় গানটির সুর করেছেন নকীব খান। আর এর সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ।  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে এই গানের কাজটি হয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) উদ্যোগে।  

জানা যায়, বামবার মোট সদস্য ৫২টি ব্যান্ড দল। সেখান থেকে ৫০ ব্যান্ডের সদস্যরা ‘প্রিয় বাংলাদেশ’ গানের ভিডিওতে অংশ নিয়েছেন।

গানটিতে যুক্ত ছিলেন মাকসুদ, সাইদ হাসান টিপু, নাসিম আলী, নকীব খান, বাপ্পা মজুমদার, হাসান, হামিন আহমেদ, পার্থ বড়ুয়া, মানাম আহমেদ, লাবু রহমান, লিংকন, শেখ মনিরুল আলম টিপু, বেজবাবা সুমন, রাফাসহ অনেকেই।  

টিএম রেকর্ডস-এর ব্যানারে স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) গানের ভিডিও ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হয়েছে।   

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।