ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

৯৪তম অস্কার পেলেন যারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
৯৪তম অস্কার পেলেন যারা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির পর আবারো পুরনো আঙ্গিকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।

বাংলাদেশ সময় সোমবার (২৮ মার্চ) ভোর ৬টা হলিউডের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় পুরস্কার। সব সময়ের মতো এবারও লালগালিচায় হেঁটে তারকারা ঢুকেছেন মিলনায়তনে।

এবারের অস্কারের আয়োজনে পরতে পরতে উঠে এসেছে সাম্প্রতিক ঘটতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা। পুরস্কারে ছিল বেশিকিছু চমক।

এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কারপ্রাপ্তদের তালিকা-

সেরা সিনেমা: কোডা

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেন

সেরা  অভিনেতা: উইল স্মিথ

সেরা নির্দেশক: জেন ক্যাম্পিওন

বেস্ট অরিজিনাল সং: নো টাইম টু ডাই

বেস্ট ডকুমেন্টারি ফিচার: সামার অব সোল

বেস্ট এডিটিং: ডুন

বেস্ক ব্যাকগ্রাউন্ড স্কোর: হ্যানস জিমান. ডুন

বেস্ট লাইভ অ্যাকশন শর্ট: দ্যা লং গুডবাই

সেরা ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): দ্য কুইন অব বাস্কেটবল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: অ্যানকান্টো

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার

সেরা ওরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট

সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কোডা

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই

সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন

সেরা মেকআপ: দ্য আইজ অব টেমি ফে

সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (সিনেমা- ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসর (সিনেমা- কোডা)

সেরা সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টসঃ ডুন

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এনএইচআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।