ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

একে অপরের গান গাইবেন ইমরান ও অভিজিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
একে অপরের গান গাইবেন ইমরান ও অভিজিৎ ইমরান ও অভিজিৎ

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল ও ভারতের প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত দারুণ চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন। দুজনে মিলে নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছেন।

এর মাধ্যমে তাদের একজন গাইবেন অপরজনের গান! 

মূলত ইমরান গাইবেন অভিজিতের জনপ্রিয় হিন্দি গান আর অভিজিতের কণ্ঠে শোনা যাবে ইমরানের জনপ্রিয় বাংলা গান। গানটি মঙ্গলবার (২৯ মার্চ) ইউটিউবে প্রকাশ পাবে।

সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে অভিজিৎ জানান, ইমরান আর তিনি খুব ভালো বন্ধু। তারা দুজন প্রজেক্টটি নিয়ে বেশ রোমাঞ্চিত।

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘অভিজিতের সঙ্গে ব্যক্তিগতভাবে দুই বছরের পরিচয় আমার। দুজন একসঙ্গে কাজ করার ইচ্ছা থেকে অদলবদল করে আমরা গাইতে যাচ্ছি। মানে আমার বাংলা গান সে গাইবে, আর ওর হিন্দিটা আমি গাইবো। ’

তিনি আরো জানান, নতুন ট্র্যাকে তার কণ্ঠে শোনা যাবে ‘কেয়া তুজে পাতা হে ম্যায়’ এবং অভিজিত গাইবেন ‘তুই কি আমার হবি রে’।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।