ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে মোশাররফ-সারিকার সাত পর্বের নাটক 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
ঈদে আসছে মোশাররফ-সারিকার সাত পর্বের নাটক  সারিকা সাবা ও মোশাররফ করিম

অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আবারো জুটি বেঁধেছেন অভিনেত্রী সারিকা সাবা। আসন্ন ঈদুল আজহায় গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় ‘হোয়াট ইজ লাভ’ নামের ৭ পর্বের নাটকে হাজির হতে যাচ্ছেন তারা।

এটি নির্মিত হয়েছে রোমান্টিক কমেডি গল্পে।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।  

এ প্রসঙ্গে পরিচালক তুহিন হোসেন বলেন, ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। একেক জনের কাছে ভালোবাসা একেক রকম। প্রত্যেকে তার মতো করে ভালোবাসার একটা সংজ্ঞা তৈরি করে নেয়। সে তার মতো করেই ভালোবাসে। এই যে প্রতিটি মানুষ যে ভালোবাসার নানান সংজ্ঞা তৈরি করেছে, এটাকেই আমরা ‘হোয়াট ইজ লাভ’-এ বলতে চেয়েছি। ’ 

নাটকটিতে বিদেশ ফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। বিয়ে পাগল এক তরুণীর চরিত্রে হাজির হবেন সারিকাকে। এতে আরো অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজসহ অনেকেই।
 
বেসরকারি টেলিভিশন এনটিভিতে ‘হোয়াট ইজ লাভ’ ঈদের ৭ দিন প্রচার হওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।