ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ব্যবসা শুরু করছেন মাহি, উড়িয়ে দিলেন মা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
ব্যবসা শুরু করছেন মাহি, উড়িয়ে দিলেন মা হওয়ার গুঞ্জন মাহিয়া মাহি

কয়েক মাস আগে গুঞ্জন শোনা গিয়েছিল, মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু সে বিষয়টিকে এবার গুজব বলে উড়িয়ে দিলেন এই অভিনেত্রী।

একইসঙ্গে ব্যবসা শুরু করার খবর দিলেন তিনি।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারকে বিয়ে করেন মাহি। আর তার শ্বশুরবাড়ির এলাকাতেই একটি রেস্টুরেন্ট দিচ্ছেন তিনি। এরই মধ্যে চলছে ‘ফারিশতা’ নামের সে রেস্টুরেন্টের শেষ মুহূর্তের কাজ। আসন্ন রোজায় ইফতার বিক্রির মধ্য দিয়ে গাজীপুর চৌরাস্তায় এটি চালু করবেন এই তারকা।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘অনেক দিন ধরে চুপচাপ থেকে আমি আসলে এই কাজটি নিয়ে ব্যস্ত ছিলাম। সবাই তো ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। বিষয়টা মোটেও তেমন কিছু নয়। মূলত শুটিং ও রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ নিয়ে ব্যস্ত আছি। ’ 

তিনি আরো জানান, মা হওয়ার খবরটি একেবারে গুজব। আপাতত তার মা হওয়ার কোনো পরিকল্পনা নেই।

বর্তমানে পূর্বাচলে ‘অফিসার’ নামের নতুন সিনেমার শুটিং করছেন মাহি। বদিউল আলম পরিচালিত এই সিনেমায় তার নায়ক ডি এ তায়েব।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।