ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সিনেমার জন্য ২৫ লাখ টাকার তহবিল পেলেন নুহাশ হুমায়ূন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
সিনেমার জন্য ২৫ লাখ টাকার তহবিল পেলেন  নুহাশ হুমায়ূন নুহাশ হুমায়ূন

বেশ কয়েক বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার কাজ শুরু করেছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটি নির্মাণের জন্য বেশ কয়েকটি দেশের অর্থায়ন পেয়েছিল।

এবার নতুন করে ২৫ লাখ টাকার আরেকটি তহবিল পেল ‘মুভিং বাংলাদেশ’। বুধবার (৩০ মার্চ) সিনেমাটি সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড জিতেছে।

বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘আমরা আবারো সিনেমার জন্য টাকা পেলাম। সিনক্রাফ্ট ফান্ড সিনেমা নির্মাণে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সাড়ে ২৫ লাখ টাকা দেবে। ’

নুহাশ হুমায়ূন জানান, ফিল্মটির কাজ এখনো চলছে। তার আগের কাজ এবং এই সিনেমার চিত্রনাট্য দেখে তাহবিলটি জিতেছেন তারা।

এর আগে ২০২১ সালে তাইওয়ান সরকারের কাছ থেকে সাড়ে ৭৬ লাখ টাকার তাহবিল পেয়েছিল ‘মুভিং বাংলাদেশ’। এছাড়া টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নির্মাণে নানা সহযোগিতা পেয়েছে সিনেমাটি। এটি নির্মিত হচ্ছে গুপী-বাঘা প্রডাকশনের ব্যানারে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।