ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরীমনি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরীমনি পরীমনি

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।

পাঁচদিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) বাসায় ফিরেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন পরীমনি নিজেই।

এই চিত্রতারকা বলেন, ‘পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো। ’

পরীমনি আরও বলেন, ‘শরীর কিছুটা দুর্বল এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। ’

পরীমনির অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। এ জন্য প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিল এই অভিনেত্রীর। গেল ২৭ মার্চ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমনি। ওই সময় জানা যায়, বাসায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।