ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আবারো আইটেম গানে সামান্থা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
আবারো আইটেম গানে সামান্থা সামান্থা রুথ প্রভু

ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রথমবার আইটেম গানে দেখা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায়। ২০২১ সালের ডিসেম্বরে ‘ও আন্তাভা, ও আন্তাভা’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হয়।

মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে গানটি। প্রশংসিত হয় সামান্থার নাচ। শুধু তাই নয়; বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল এটি।

এবার আরও একটি নতুন আইটেম গানে দেখা যাবে সামান্থাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা অভিনয় করছেন সামান্থা। সিনেমাটির আইটেম গানেও নাচতে দেখা যাবে তাকে।

পরিচালক বিগনেশ শিবান নির্মিতব্য সিনেমাটিতে সামান্থা ছাড়াও আরও অভিনয় করছেন জয় সেতুপতি ও নয়নতারা। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। বর্তমানে চেন্নাইয়ে সিনেমাটি দৃশ্যধারণের কাজ চলছে।  

এক যুগের ক্যারিয়ারে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সামান্থা। অভিনেতার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি তিনি। সামনে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা ছাড়াও ‘শকুন্তলম’ এবং ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা মিলবে তাকে।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।