ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পিরামিড দেখতে গিয়ে দেশের গান গাইলেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
পিরামিড দেখতে গিয়ে দেশের গান গাইলেন ফাহমিদা নবী

মেক্সিকো সিটি থেকে ৪৮ কিলোমিটার দূরে ‘পিরামিড অব দ্য সান’ এবং ‘পিরামিড অব দ্য মুন’ দেখতে গিয়েছিলেন বাংলাদেশের নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখানে গিয়ে নিজের কণ্ঠে তুললেন দেশের গান ‘ধন ধান্যে পুষ্পে ভরা’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে এক আমন্ত্রণে মেক্সিকোতে যান ফাহমিদা নবী। সেখানে পিরামিড দেখতে বের হন তিনি। তার সফরসঙ্গী ছিলেন আবিদা ইসলাম। পিরামিডের সামনে দাঁড়িয়েই দেশের কথা মনে পড়ে ফাহমিদার। এরপর দু’জন মিলে গাইতে শুরু করেন দেশাত্মবোধক গান।

শনিবার (০২ এপ্রিল) ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন ফাহমিদা। যেখানে দেখা যাচ্ছে ‘পিরামিড অব দ্য সান’র সামনে দাঁড়িয়ে আছেন তারা দু’জন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘পিরামিড দেখতে গিয়েছিলাম। সভ্যতার নিদর্শন দেখতে দেখতে মুগ্ধ হলাম আর গাইছিলাম নিজের দেশের গান…। ভালোবাসা বাড়ে আরো বেশি একেই বলে মাটির টান। ’

ভিডিওতে ফাহমিদা নবী বলেন, ‘আমি যে দেশিই যাই না কেন, নিজেদের দেশের গানই মনে আসে। আমি গেয়েই যাচ্ছি... এখন গাইছি ‘ধন ধান্যে পুষ্পে ভরা’। ’’

এরপরই তিনি ও তার বন্ধু মিলে গানটি গেয়ে শোনান। গান শেষে এই শিল্পী আবার বলেন, 'বিদেশে এসেছি, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই বাংলাদেশ ধারণ করি সবসময়। এটাই তার প্রমাণ। ’

ফাহমিদা নবীর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলসের আগে লন্ডনে গিয়েছিলেন তিনি। সেখানে নানা জাগায় ঘোরাঘুরির ছবি ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন।  

জানা যায়, বিদেশের মাটিতে থাকলেও আসন্ন ঈদুল ফিতরে দুইটি নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন ফাহমিদা নবী।   

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।