ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রমজানব্যাপী ইফতার করাবে শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
রমজানব্যাপী ইফতার করাবে শিল্পী সমিতি

রহমতের বার্তা নিয়ে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাহে রমজান। এবার পুরো রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

 

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির স্টাডি রুমে প্রথম রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত এই আয়োজন থাকবে বলে নিশ্চিত করেছেন সংগঠনটি সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
 
তিনি জানান, আগের বছরগুলোতে শুধুমাত্র সমিতির সদস্যদের জন্য এমন আয়োজন করা হতো। কিন্তু চলতি বছর চলচ্চিত্রের কলাকুশলীদের জন্যও এই ইফতারের আয়োজন রাখছে শিল্পী সমিতি।  

সাইমন সাদিক বলেন, ‘এবার শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমাসংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। ’ 

ইফতারের জন্য শিল্পী সমিতির সক্রিয় কার্যনির্বাহী সদস্যরা চাঁদা দেবেন বলেও জানান তিনি।

জানা যায়, ইফতার ছাড়াও আসন্ন ঈদকে সামনের রেখে উপহার সামগ্রীর ব্যবস্থা করবে সমিতি। এটি সব সদস্যদেরই দেওয়া হবে। এছাড়া অসহায় শিল্পীদের জন্য থাকবে বিশেষ সাহায্য।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।