ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এতিম শিশুদের সঙ্গে সাহরি করলেন অপূর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
এতিম  শিশুদের সঙ্গে সাহরি করলেন অপূর্ব জিয়াউল ফারুক অপূর্ব

মাহে রমজানের প্রথম সাহরি এতিম শিশুদের সঙ্গে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।  

রোববার (০৩ এপ্রিল) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা রোজা রাখছেন।

এর আগে শনিবার (০২ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর কাওলার একটি মাদ্রাসায় প্রায় ১৫০ জন এতিম শিশুর সঙ্গে বসে সাহরি সেরেছেন অপূর্ব। একই সঙ্গে তাদের সবাইকে সাহরিও করিয়েছেন তিনি। সাহরি শেষ ওই মাদ্রাসায় ফজরের নামাজ আদায় করে বাসায় ফেরেন এই অভিনেতা।  

এর আগে, রাজধানীর এয়ারপোর্ট এলাকায় রাস্তায় শুয়ে থাকা ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে সাহরি তুলে দেন অপূর্ব। তাদের খোঁজখবরও নেন তিনি।

সম্প্রতি দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন শেষে দেশে ফিরেছেন অপূর্ব। দেশে ফিরেই আসন্ন ঈদকে ঘিরে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। তবে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রথম রোজায় এতিমদের সঙ্গে সাহরি করতে পেরে তৃপ্তি প্রকাশ করেছেন এই তারকা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।