ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কান উৎসবে টম ক্রুজকে দেওয়া হবে বিশেষ সম্মাননা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
কান উৎসবে টম ক্রুজকে দেওয়া হবে বিশেষ সম্মাননা টম ক্রুজ

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের দেখানো হবে টম ক্রুজ অভিনীত সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’। সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেবেন হলিউডের এই সুপারস্টার।

একইসঙ্গে ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তাকে বিশেষ সম্মান জানাবে উৎসব আয়োজকরা।

আগামী ১৮ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ে পালে দে ফেস্টিভাল ভবনে রয়েছে এই আয়োজন। ইতোমধ্যেই টম ক্রুজকে সম্মান জানানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন বিশ্বের নানান প্রান্তের সংবাদকর্মীদের উপস্থিতিতে সাংবাদিক দিদিয়ের আলুশের সঙ্গে বিশেষ আলাপচারিতায়ও অংশ নেবেন তিনি।

আলাপচারিতা পর্ব শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী দেখবেন টম ক্রুজ। এর আগে লালগালিচায় হাঁটবেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একবার কান চলচ্চিত্র উৎসবের অংশ নিয়েছেন টম ক্রুজ। ১৯৯২ সালের ১৮ মে উৎসবের ৪৫তম আসরের সমাপনী আয়োজনে দেখানো হয় টম ক্রুজের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। এর ঠিক ৩০ বছর পর আগামী ১৮ মে কান উৎসবে ফিরছেন।  

‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায় বৈমানিক লেফটেন্যান্ট পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করবেন টম ক্রুজ। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ সিনেমার সিক্যুয়েল এটি। আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে আসছে জোসেফ কসিনস্কি পরিচালিত এ সিনেমা। এর দুই দিন আগে মুক্তি পাবে ফ্রান্সে।

টম ক্রুজ ছাড়াও ‘টপ গান: ম্যাভেরিক’-এ দেখা যাবে আগের সিনেমার অভিনেতা ভ্যাল কিলমারকে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।