ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নতুন প্রেমিক-প্রেমিকার সঙ্গে প্রকাশ্যে ঋত্বিক-সুজান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
নতুন প্রেমিক-প্রেমিকার সঙ্গে প্রকাশ্যে ঋত্বিক-সুজান ঋত্বিক রোশন, সাবা আজাদ, আরসালান গোনি ও সুজান খান

এবার একই দিনে নতুন প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনলেন বলিউডের সাবেক দম্পতি ঋত্বিক রোশন ও সুজান খান। এদিন তারা দু’জনেই প্রেমিকা ও প্রেমিকের হাত ধরে ক্যামেরাবন্দী হয়েছেন।

বিষয়টি কাকতালীয় নাকি পুরোটাই পরিকল্পিত? এই অংকের যোগফল কিছুতেই মেলাতে পারছেন না ঋত্বিক-সুজানের ভক্তরা।

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে ঋত্বিকের প্রেমের গুঞ্জন চলছিল। মঙ্গলবার (০৫ এপ্রিল) বিমানবন্দরে সাবার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন ঋত্বিক। এ সময় তারা একে অন্যের হাত ধরে রেখেছিলেন।  

একই দিনে সুজানকেও তার প্রেমিকে আরসালান গোনির হাত ধরে বিমানবন্দরে ঢুকতে দেখা গেছে। ক্যামেরাবন্দী হয়েছেন তারাও।

বিষয়টি নিয়ে কেউ কেউ বলছেন, ‘তারা কি প্রতিযোগিতায় নেমেছেন’? আবার অনেকেই মনে করছেন আগে থেকেই পরিকল্পনা করে একই দিনে নতুন প্রেমের স্বীকৃতি দিয়েছেন তারা।

২০১৪ সালে ঋত্বিক ও সুজানের বিচ্ছেদ হয়। বিচ্ছেদে হলেও তারা এখনও ভালো বন্ধু। সন্তানদের জন্য ২০২১ সালের লকডাউনের অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছিলেন তারা। তখন ভক্তরা আশা করেছিলেন আবারো হয়তো এক হবে সাবেক এই জুটি। কিন্তু এবার দু’জনেই নতুন প্রেম স্বীকার করে নিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।