ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমে পড়েছেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
প্রেমে পড়েছেন সোনাক্ষী! সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সমুদ্রের সামনে নিজের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

গ্রীষ্মকালীন অবকাশে সোনাক্ষীর নজরকাড়া ছবি সামাজিকমাধ্যমে এখন ভাইরাল।

ছবির ক্যাপশেন সোনাক্ষী লেখেন, তিনি মালদ্বীপের প্রেমে পড়েছেন। যতো দিন যাচ্ছে, ততোই যেন তার সেই প্রেম গভীর হচ্ছে।  

সোনাক্ষী বরাবরই নিজের প্রেমের বিষয়ে কোনো কথা বলেননি। এবং কি সামাজিকমাধ্যমেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো পোস্টও নেই তার! অর্থাৎ কোনো মানুষ নয়, বর্তমানে মালদ্বীপের প্রাকৃতিক রূপের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।

কিছুদিন আগে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে সোনাক্ষীর বিয়ের ভুয়া ছবি ভাইরাল হয়েছিল। তা নিয়েও ক্ষোভও প্রকাশ করেছিলেন সোনাক্ষী।  

এদিকে, কয়েক মাস ধরে আরেক অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও জাহিরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে সোনাক্ষী তাকে বেস্ট ‘ফ্রেন্ড সম্বোধন’ করেন। শিগগিরই এ দু’জনকে ‘ডাবল এক্সএল’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।