ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

যেখানেই যান, অঘটন ঘটান অপূর্ব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
যেখানেই যান, অঘটন ঘটান অপূর্ব! অপূর্ব

রাস্তা থেকে চাকরির পরীক্ষা, যেখানেই যান অঘটন ঘটান বেকার অপূর্ব! যে কারণে সবাই তার নাম দেন ‘অঘটনঘটনপটিয়সী’! 

এমনই মজার একটি গল্প আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের দেখাতে চলেছেন নির্মাতা শিহাব শাহীন। নাটকটির নাম ‘অঘটন’।

এটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।  

এতে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক তুষারের চরিত্রে। সমস্যা একটাই, পথে-ঘাটে তো বটেই চাকরির ইন্টারভিউ বোর্ডে গিয়েও সে ঘটান নানা অঘটন।

অঘটনঘটনপটিয়সী বোকাসোকা চরিত্রের বিপরীতে বুদ্ধিমতী প্রেমিকার চরিত্রে সাবিলা নূরকে দেখা যাবে।

শিহাব শাহীন জানান, এই প্রেমিকার সঙ্গে অপূর্বর পরিচয় হয় বাজে ঘটনার মধ্য দিয়ে। ক্লাসের জন্য সাবিলা নূর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখনই বাইক চালিয়ে যাওয়ার সময় সড়কে জমে থাকা কাদা-পানি তার পোশাক ভরিয়ে দেন অপূর্ব!

‘অঘটন’ নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।