ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পেঁয়াজ-কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছেন আনুশকা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
পেঁয়াজ-কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছেন আনুশকা!

গরমে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ না খেলেই নয়! এর সঙ্গে কাঁচা মরিচ, বেগুন ভাজা, আলু ভর্তা হলে তো আর কথাই নেই। যে কোনও বাঙালির কাছেই প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিবে।

এবার এসব পদের খাবার খাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা! শুনে অবাক হলেও এটাই সত্যি।  

ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এ অভিনয় করছেন আনুশকা। সিনেমাটির শুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে।  

এই সিনেমার শুটিংয়ের আগে প্রস্তুতি নেওয়ার জন্য বাঙালি খাবার খাওয়ার চেষ্টা আনুশকা। কারণ, ঝুলন গোস্বামী ছিলেন একজন বাঙালি। তার বাড়ি পশ্চিমবঙ্গে নদিয়া জেলার চাকদাহ নামক ছোট্ট শহরে। সেখানেই তার শৈশব কেটেছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তা ভাতে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে খাওয়ার ছবি পোস্ট করেন অনুশকা। খেতে যে তার দারুণ লাগছিল তা ছবির ওপরে ইমোজি দিয়ে বুঝিয়ে দিলেন।  

অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অরিজিনালের জন্য নির্মিত হয়েছে ‘চাকদহ এক্সপ্রেস’। ইতোমধ্যে প্রসিত রায় নির্মিত এই বায়োপিকের টিজারও প্রকাশ করা হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা গেছে আনুশকাকে। সেখানে ভারতের জার্সি পরে বেশ আকর্ষণীয়ও দেখাচ্ছিল এ অভিনেত্রীকে।  

আনুশকা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জিরো’। সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এরপর অভিনয় জগত থেকে দূরে ছিলেন এ নায়িকা। এবার ফিরছেন ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।