ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘ভোলা’ বেশে আসছেন অজয়, জানালেন মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
‘ভোলা’ বেশে আসছেন অজয়, জানালেন মুক্তির তারিখ অজয় দেবগণ

বলিউড অভিনেতা অজয় দেবগণের নতুন সিনেমা ‘ভোলা’। নামটি ঘোষণা করে সিনেমাটির মুক্তির তারিখ জানিয়েছেন এই অভিনেতা।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) নতুন সিনেমাটির ঘোষণা দেন অজয়। একই সঙ্গে জানান, ‘ভোলা’ মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ৩০ মার্চ।

এদিন সামাজিক মাধ্যমে অভিনেতা লেখেন, ‘আমার পরবর্তী কাজের ঘোষণা করছি, ‘ভোলা’, মুক্তি পাবে ৩০ মার্চ ২০২৩। ’ একই সঙ্গে সিনেমাটির একটি পোস্টারও শেয়ার করেন তিনি।

অ্যাকশন ড্রামা ‘ভোলা’ পরিচালনা করবেন ধর্মেন্দ্র শর্মা। এটি মূলত তামিল হিট সিনেমা ‘কৈথি’র হিন্দি রিমেক হিসেবে তৈরি হচ্ছে। তামিল ভাষার সিনেমাটির লেখক ও পরিচালক ছিলেন লোকেশ কনগরাজ। হিন্দি ভার্সনে পুলিশের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী টাবুকে।

ভোলার গল্প একজন প্রাক্তন আসামিকে ঘিরে। যিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবার তার মেয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুলিশ এবং ড্রাগ মাফিয়ার মুখোমুখি সংঘর্ষে ফের ধরা পড়ে যায়।

সিনেমাটি ‘অজয় দেবগণ ফিল্মস’, ‘টি সিরিজ ফিল্মস’, ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট’ ও ‘ড্রিম ওয়ারিয়র পিকচার্স’ প্রযোজনা করছে।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।