ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দুই বছর পর পর্দা উঠছে লন্ডন-বেঙ্গলি উৎসবের 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
দুই বছর পর পর্দা উঠছে লন্ডন-বেঙ্গলি উৎসবের  রুহী ও মুনসুর

করোনার কারণে বন্ধ থাকার পর ফের পর্দা উঠছে লন্ডন-বেঙ্গলি চলচ্চিত্র উৎসবের। টানা দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্রের এ আয়োজন।

 

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনে আগামী ২১ জুন থেকে উৎসব চলবে ২৬ জুন পর্যন্ত। গত ১৯ এপ্রিল থেকে সিনেমা জমা নেওয়া শুরু হয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সিনেমা জমা নেবে বলে জানায় আয়োজকরা।  

লন্ডন প্রবাসী মডেল দিলরুবা রুহী ও নির্মাতা মুনসুর আলী দম্পতি ২০১৫ সাল থেকে এই উৎসবটি আয়োজন করে আসছে।  

এবারের উৎসব প্রসঙ্গে অনুষ্ঠান পরিচালক রুহী বলেন, ‘গত বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুরো উৎসবটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে করতে পারিনি। তাই চলতি বছর আমরা মুক্তিযুদ্ধের সিনেমাকেই বেশি প্রাধান্য দেব। ’

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর সংগ্রাম’র মাধ্যমে নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মুনসুরের সঙ্গে র‌্যাম্প মডেল ও অভিনেত্রী রুহীর পরিচয়, প্রণয় ও বিয়ে। এরপর থেকে প্রায় দশ বছর ধরে লন্ডনে বসবাস করেছেন রুহী।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।