ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

যে কারণে ঈদেও দেশে আসছেন না শাকিব খান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
যে কারণে ঈদেও দেশে আসছেন না শাকিব খান শাকিব খান

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ২০২১ সালের নভেম্বর যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি।

দেশটিতে অবস্থান করার পেছেনে কারণ গ্রিন কার্ডের আবেদন। এ কারণেই এবারে ঈদেও সেখানেই অবস্থান করবেন ঢালিউড ভাইজান।  

ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমা। ঈদ করতে ও সিনেমায় প্রচারণায় অংশ নিতে সম্ভাব্য ২৫ এপ্রিলে দেশে ফিরতে চেয়েছিলেন এই নায়ক। কিন্তু তার পরিকল্পনায় পরিবর্তন আসায় যুক্তরাষ্ট্রেই ঈদ করবেন।  

শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি করেছে, সম্প্রতি ঘোষণা দেওয়া ‘রাজকুমার’ সিনেমার শুটিং শিগগিরই শুরু করতে যাচ্ছেন শাকিব। গানের শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। ইতোমধ্যেই লোকেশন দেখা শেষ হয়েছে।

শাকিব খানের জন্মদিনে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘রাজকুমার’ সিনেমা নির্মাণের ঘোষণা করা হয়। এতে তার বিপরীতে থাকছেন মার্কিন নাগরিক নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটি নির্মাণ করবেন হিমেল আশরাফ।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।