ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আলোচিত ব্যক্তিদের নিয়ে ‘ভাইরাল ভাইরাস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
আলোচিত ব্যক্তিদের নিয়ে ‘ভাইরাল ভাইরাস’

সামাজিক মাধ্যমে আলোচিত ও দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত কয়েকজন ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ভাইরাল ভাইরাস’।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য বিনোদনমূলক এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে।

 

নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সালহা খানম নাদিয়া ও সায়েম সালেক।  

ভিন্নধর্মী এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘আমাদের যাপিত জীবনে বর্তমানে ভাইরাল শব্দটি অতি পরিচিত। এই সময়ে ভাইরাল ভাইরাসে আক্রান্ত নয় এমন মানুষ খুব কমই আছে। এমন ব্যক্তিরাই এই অনুষ্ঠানে তাদের বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে দর্শকদেরকে আনন্দ দেবেন। ’

তিনি আরো জানান, অনুষ্ঠানটিতে দর্শক দেখতে পাবেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা দিঘীর নাচ।  

বিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর ‘ভাইরাল ভাইরাস’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।